ভিয়েনা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টানাপোড়েন আর অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর রাকসু নির্বাচন: ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের নিরঙ্কুশ জয় জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তে সকলকে অংশগ্রহণ করার আহ্বান প্রধান উপদেষ্টার এইচএসসিতে বোর্ড সেরা বরিশাল জেলা লালমোহনের এমপিওভুক্ত প্রতি প্রতিষ্ঠানের ৫ শিক্ষক ঢাকা যাওয়ার সিদ্ধান্ত ভারতে গরু চোর সন্দেহে হবিগঞ্জের ৩ ব্যক্তিকে হত্যা টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত বাসে অগ্নিসংযোগ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত চরফ্যাশনে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • ৬ সময় দেখুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের সুযোগ সৃষ্টির জন্য দেশের সব এলাকায় সমবায় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন

ইবিটাইমস ডেস্কঃ শুক্রবার (১০ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, দরিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। “রাজনৈতিক নেতাদের প্রতিটি ক্ষেত্রে সমবায়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করতে আন্তরিক হতে হবে;” বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উল্লেখ করেন যে তার সরকার সব দেশবাসীকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

শেখ হাসিনা আরও বলেন, “আমরা বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে প্রত্যেক মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি।” অনুষ্ঠানে তিনি আত্ম কর্মসংস্থানের জন্য ‘আমার বাড়ি, আমার খামার’, স্টার্টআপ কর্মসূচি, সর্বজনীন পেনশন প্রকল্প, জামানতবিহীন ব্যাংক ঋণ এবং তার সরকারের অন্যান্য কর্মসূচির কথা সংক্ষেপে তুলে ধরেন।

“আমরা দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছি। সরকারের গৃহীত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশে কেউই দরিদ্র থাকবে না;” তিনি যোগ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও শিক্ষার্থীদের মাঝে কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণ এবং আর্থিক অনুদান বিতরণ করেন।

এর আগে,সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তার সাথে ছিলেন ছোট বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর আগামীকাল শনিবার ঢাকা ফেরার কথা রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানাপোড়েন আর অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেটের সময় ০৮:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের সুযোগ সৃষ্টির জন্য দেশের সব এলাকায় সমবায় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন

ইবিটাইমস ডেস্কঃ শুক্রবার (১০ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, দরিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। “রাজনৈতিক নেতাদের প্রতিটি ক্ষেত্রে সমবায়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করতে আন্তরিক হতে হবে;” বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উল্লেখ করেন যে তার সরকার সব দেশবাসীকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

শেখ হাসিনা আরও বলেন, “আমরা বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে প্রত্যেক মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি।” অনুষ্ঠানে তিনি আত্ম কর্মসংস্থানের জন্য ‘আমার বাড়ি, আমার খামার’, স্টার্টআপ কর্মসূচি, সর্বজনীন পেনশন প্রকল্প, জামানতবিহীন ব্যাংক ঋণ এবং তার সরকারের অন্যান্য কর্মসূচির কথা সংক্ষেপে তুলে ধরেন।

“আমরা দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছি। সরকারের গৃহীত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশে কেউই দরিদ্র থাকবে না;” তিনি যোগ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও শিক্ষার্থীদের মাঝে কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণ এবং আর্থিক অনুদান বিতরণ করেন।

এর আগে,সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তার সাথে ছিলেন ছোট বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর আগামীকাল শনিবার ঢাকা ফেরার কথা রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস