টাঙ্গাইল প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ঘোষনা দিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, এ সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচনই অবাধ সুষ্ঠু হয়নি। তাই আমরা এ নির্বাচনে যাচ্ছি না। যেকারনে সরদ উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীকে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।
সদর উপজেলায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ইতিপূর্বে দুইবার এ সরকার আমার প্রাপ্ত ভোট ছিনিয়ে নিয়েছে। যেকারনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপির নেতাকর্মীদের সুপারিশে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ঘোষনা দিলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল, বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, জিয়াউল হক শাহীন, কাজী শফিকুর রহমান লিটন প্রমুখ।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস