টাঙ্গাইলের দুই উপজেলাতে আনারস ও মোটরসাইকেল বিজয়ী

টাঙ্গাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটরসাইকেল) প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
বুধবার (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের মিলনায়তনের ফলাফল ঘোষণা কক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়।
মোটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ৭৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের প্রার্থী হারুনার রশীদ হীরা পেয়েছেন ২৯ হাজার ২৯৯ ভোট।
অন্যদিকে, মধুপুর উপজেলায় আনারস প্রতীকের এডভোকেট ইয়াকুব আলী ৭৩ হাজার ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও দোয়াত-কলম প্রতীকের প্রার্থী ছরোয়ার আলম খান আবু পেয়েছেন ৫১ হাজার ৮৭ ভোট।
এর আগে বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে টাঙ্গাইলের দুটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কোথাও অপ্রীতকর কোন ঘটনা ঘটেনি।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »