ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইউরোপ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাহমুদুল হাসান
ভিয়েনা ডেস্কঃ রবিবার (৫ মে) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদ এই ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ ও দোয়া মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। তাছাড়াও কমিউনিটির বিপুল সংখ্যক মুসুল্লি উপস্থিত ছিলেন। তারমধ্যে অনেক মহিলাও ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া অস্ট্রিয়া সমিতির সভাপতি নুরুল আলম (ইকরাম) এর সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (শিপন)। তাদের পাশে ছিলেন বর্তমান কার্যকরী কমিটির সদস্যরা। তাছাড়া আরও সহযোগিতায় ছিলেন বায়তুল মামুর মসজিদ এর কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ইমামগণের মধ্যে যারা উপস্থিত হয়ে বিষয় ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,তাদের মধ্যে অন্যতম শায়খ ড.ফারুক আল মাদানী, অধ্যাপক শায়খ আব্দুল মতিন আল আযহারী, শায়খ মুমিনুল ইসলাম,শায়খ গোলামুর রহমান আযহারী ও শায়খ আবদুস সাত্তার প্রমুখ।
কমিউনিটির সম্মানিত ইমামগণ বর্তমান সময়ে আমাদের ইউরোপীয় কমিউনিটিতে পরবর্তী প্রজন্মের সন্তানদের সুন্দর ও সুষ্ঠু জীবনের জন্য পারিবারিক
জীবনে ইসলামিক অনুশাসন ও অনুশীলনের গুরুত্বের ওপর মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই শায়খ আবদুস সাত্তার অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ছোট ছেলে মেয়েদের দিয়ে কোরআন তেলাওয়াত সহ একটি ইসলামিক অনুষ্ঠান পরিচালনা করেন।
আলোচনার শুরুতেই প্রধান বক্তা শায়খ মাহমুদুল হাসান এই সমস্ত ইসলামিক মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহ ও তাঁর রাসূল (সা:) এর কথা শ্রবণ করে নিজেদের ঈমানী শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের প্রতিদিন মহান স্রষ্টা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার অভ্যাস করতে হবে।
আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, কাজেই আমরা যত বড়ই অন্যায় বা পাপ করি না কেন,নিয়মিত ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ আমাদের ফিরিয়ে দিবেন না বলে তিনি জোর দেন।
তিনি আরও বলেন, প্রতিদিন নিয়মিত ক্ষমা প্রার্থনার মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহর সাথে মানুষের এক নিবিড় সম্পর্ক তৈরি হয়। উদাহরণ স্বরূপ তিনি আল্লাহর নবী হযরত সোলায়মান আ: এর আল্লাহর নিকট থেকে এক ব্যতিক্রম ধরনের রাজত্বে অধিকারী হওয়ার পূর্বে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার উল্লেখ করেন।
ওয়াজ মাহফিলের শেষের দিকে দোয়ার আগে শায়খ মাহমুদুল হাসান ইউকে থেকে সম্পচারিত জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন টিভি ওয়ান (TV ONE SKY
781) সম্পর্কে উপস্থিত মুসুল্লিদের অবহিত করেন।
উল্লেখ্য যে,ইসলামিক ও মানবাধিকার ভিত্তিক বাংলা টেলিভিশন টিভি ওয়ান এর তিনি একজন পরিচালক। তিনি সংক্ষেপে এই টেলিভিশনের কার্যক্রম তুলে ধরেন।
উল্লেখ্য যে,অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম শায়খ ড.ফারুক আল মাদানী প্রতি সোমবার রাত আটটায় ভিয়েনা থেকে লাইভে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।
এর আগে শনিবার (৪ মে) বায়তুল মামুর মসজিদ ১০ এর হল রুমে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রজেক্টের মাধ্যমে টিভি ওয়ান এর পরিচালক (অপারেশন) গোলাম রাসুল বিশ্বের বিভিন্ন দেশে টেলিভিশনের মানবাধিকার কার্যক্রম তুলে ধরেন।
এই অনুষ্ঠানে তিনি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী মোহাম্মদ মাহবুবুল ইসলামকে টিভি ওয়ান এর অনারারি পরিচালক
হিসাবে নাম ঘোষণা করেন।
তাছাড়াও তিনি আমাদের ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) কবির আহমেদ কে অস্ট্রিয়ায় টিভি ওয়ান এর অস্ট্রিয়া প্রতিনিধি হিসাবে নাম ঘোষণা করেন। এই সময় পরিচালক শায়খ মাহমুদুল হাসান কবির আহমেদ এর কাছে তার পরিচয়পত্র ও প্রতিনিধির অন্যান্য সরঞ্জাম তুলে দেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে টিভি ওয়ান এর অস্ট্রিয়া প্রতিনিধি কবির আহমেদ বলেন, তিনি কমিউনিটির বস্তুনিষ্ঠ সংবাদ টিভি ওয়ান এর নিউজ টিমের কাছে প্রেরণ করে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করার সর্বাত্মক চেষ্টা করবেন।
রবিবার সন্ধ্যায় ওয়াজ শেষে দোয়া পরিচালনা করেন শায়খ মাহমুদুল হাসান। তিনি দোয়ায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ সহ সমগ্র মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া অস্ট্রিয়া সমিতির পক্ষ থেকে ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত সকলকে রাতের খাবারে আপ্যায়ন করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস