হবিগঞ্জ প্রতিনিধিঃ মাজার জিয়ারত শেষে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৫জন নিহত হয়েছেন।
নিহতদের বাড়ি বরিশাল জেলায়। তারা ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে আসছিলেন। তারা একটি গার্মেন্টসে চাকরি করতেন। দুর্ঘটনায় এক নারী, এক শিশু এবং প্রাইভেটকারের চালকসসহ ৩ জন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। তাদের নাম ও পরিচয় সংগ্রহণ করা চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।
বুধবার (১ মে) দিবাগত রাতে মাধবপুরের হরিতলার ঢাকা-সিলেট মাহসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করিম বিষয়টি নিশ্চিত করে করে জানান, ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ী পুলিশ হেফাজতে রয়েছে।
তিনি জানান, সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন চালকসহ একই পরিবারের চারজন। রাত প্র্রায় দেড় টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার হরিতলার বাদশাগেট এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। তাদের স্বজনদের মোবাইল ফোনে জানানো হয়েছে। স্বজনরা আসার পর নাম পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস