ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড মেইন সড়ক থেকে কয়সর ডুবাই বাড়ি পর্যন্ত মানুষের চলাচলের উপযোগী করতে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল ) সকাল ৯ টার দিকে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা (কাবিখা) এর অর্থায়নে প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তার কাজের এ উদ্বোধন করেন চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন রাসেল।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান নিজাম উদ্দিন রাসেল বলেন, সাধারণ মানুষের যাতায়াতের কথা বিবেচনা করে এই রাস্তাটির সংস্কার কাজ করা হয়েছে। এই রাস্তাটির জন্য ১ লাখ ৫০ হাজার টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমার ইউনিয়নের যেকোন জায়গায় রাস্তার বেহাল দশা থাকলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আমার ইউনিয়নের পক্ষ থেকে রাস্তাগুলো সঠিকভাবে সংস্কার করে দেওয়ার। আপনারা দোয়া করবেন আমি যেন আমার সকল মেম্বারদের নিয়ে চরমানিকা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন উপহার দিতে পারি।
মনজুর রহমান/ইবিটাইমস