চরফ্যাশনে দ্বিতীয় বারের মতো বৃষ্টির জন্য নামাজ আদায়

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে দ্বিতীয় দিনের মতো প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে চরফ্যাশন আলিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে এ ইসতিসকার নামাজ আদায় করা হয়।

নামাজে বিভিন্ন পেশার প্রায় দেড় হাজার মানুষ অংশ গ্রহণ করেছেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন চরফ্যাশন ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইয়াছিন সাহেব।

এসময় সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝোরে কেঁদেছেন ইমাম ও মুসল্লিরা।

মনজুর রহমান/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »