টাঙ্গাইল প্রতিনিধিঃ নির্বাচন কমিমনার আলমগীর হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন এক ধরনের বিষয় আর স্থানীয় নির্বাচন আরেক ধরনের বিষয়।
জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হতে পারে, নাও হতে পারে। কিন্তু এই নির্বাচনে সরকার পরিবর্তন হবেনা। প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে ভোটার অংশগ্রহন ভাল থাকে। কোন কোন রাজনৈতিক দল ঘোষনা দিয়েছে তারা নির্বাচনে অংশগ্রহন করবেনা। তবে তাদের অনেক লোক নির্বাচনের মাঠে রয়েছে। তারা নির্বাচনে বাঁধা দিবে এমন কথা বলেনি। এরপর যদি তারা ঘোষনা দেয় বাঁধা দিবে তাহলে জাতীয় নির্বাচনে ক্ষেত্রে যা করা হয়েছে, এখানে তাই করা হবে।
আজ বুধবার বিকেলে টাঙ্গাইলে জেলা প্রশাসককের সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আলমগীর হোসেন। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন শান্তিপুর্নভাবে হয়েছে। তেমন কোন ঘটনা ঘটেনি।
মত বিনিময় সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক কাওছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস