ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের একটি রেস্টুরেন্টে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
ভিয়েনা ডেস্কঃ রবিবার (২১ এপ্রিল) জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার উদ্যোগে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সমিতির বিপুল সংখ্যক সদস্য পরিবার পরিজন সহ উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি অচিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক শাহ শরীফ উদ্দিন জাকি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিয়েনা বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কাউন্সিলর তানভীর আহমদ তরফদার। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন দূতাবাস কর্মকর্তা জুবায়দুল হক চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির অন্যতম সদস্য মাসুম আহমেদ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি লিটন চৌধুরী, সাইফুল ইসলাম জসিম, সমিতির সিনিয়র সদস্য ও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান।
আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশেষ অতিথি জুবায়দুল হক চৌধুরী।
জালালাবাদ সমিতি অস্ট্রিয়া, অস্ট্রিয়ায় বসবাসকারী বৃহত্তর সিলেটে বিভাগের একমাত্র আঞ্চলিক সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বৃহত্তর সিলেট বিভাগের প্রবাসীদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক প্রতিষ্ঠায় যথেষ্ট অবদান রাখছে।
তাছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সাথে সুসম্পর্ক বজায় রাখা ছাড়াও সমিতি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও খেলাধূলায় সক্রিয় অংশগ্রহণ করে আসছে। অনুষ্ঠানের মাঝে মহিলা সদস্যদের জন্য বিশেষ খেলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
পরে জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার পক্ষ থেকে আগত অতিথিদের রাতের খাবারে আপ্যায়ন করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস