টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ব্যবসায়ীক ঝামেলাকে কেন্দ্র করে মোখলেছুর রহমান নামে একজনকে কুপিয়ে জখম করে অপর পক্ষ।
রবিবার বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে টাঙ্গাইল সদরের গালা ইনিয়নের রাবনা নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে মোখলেছুর রহমানের সাথে দুয়াবাড়ি এলাকার মামুন মিয়ার সাথে ইট ভাটা ব্যবসা নিয়ে দীর্ঘ দিন যাবত ঝামেলা চলছিলো।
রবিবার বিকালে মোখলেছুর রহমান ভাটা থেকে বের হয়ে যাওয়ার সময় মামুন ও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি রাস্তা অবরোধ করে লাঠি শোঠা দিয়ে এলোপাথারী মারপিট করতে থাকে।এসময় মোখলেছুর রহমানের মাথা ফেটে যায় এবং রাস্তায় লুটিয়ে পড়ে গেলে মামুন ও তার সঙ্গীরা পালিয়ে যায়।পরে স্থানীয়রা মোখলেছুর রহমানকে রকাক্ত অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামুনকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।ঘটনার পরের দিন সোমবার প্রধান আসামী মামুনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস