জানা গেল সম্ভাব্য কোরবানীর ঈদের তারিখ

ইবিটাইমস ডেস্কঃ গত ১০ এপ্রিল সৌদি আরবে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এর ঠিক দুই মাস দশ দিন পর ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালনের নিয়ম।

সোমবার (১৫ এপ্রিল) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এক ঘোষণায় জানিয়েছে এবছর (২০২৪ সালে) ১০ জিলহজ বা কোরবানির ঈদ হতে পারে জুন মাসের ১৬ তারিখ। সে হিসাবে অস্ট্রিয়া সহ ইউরোপ, আমেরিকা এবং পশ্চিমা দুনিয়ায় সম্ভাব্য ঈদুল আযহা আগামী ১৬ জুন রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশের কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভবনা রয়েছে জুন মাসের ১৭ তারিখ। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।

ইসলাম ধর্মমতে মহান আল্লাহ মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম (আ.)-কে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানির নির্দেশ দেন। আদেশের পর তিনি সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানির সিদ্ধান্ত নেন।

এতে আল্লাহ খুশি হন এবং ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি হয়। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত পশু কোরবানি করেন।

কোরবানী করা সবার জন্য ফরজ ইবাদত না হলেও মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী ইবাদত। অস্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশিরা রাজধানী
ভিয়েনার বাহিরে বিভিন্ন রাজ্যের পশুর ফার্মে গরু, ছাগল এবং ভেড়া কোরবানি করে থাকেন। অস্ট্রিয়ায় দিনটি সরকারি ছুটির দিন না হলেও প্রবাসীরা পেশাধারী কাজে পূর্বেই ছুটি নিয়ে রাখেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »