পিরোজপুরে ৩ উপজেলায় ৯ চেয়ারম্যান ও ২২ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয় জমা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ৩ উপজেলায় প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে সোমবার (১৫ এপ্রিল) চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই দিন বিকাল ৪টা পর্যন্ত জেলার সদর উপজেলায় চেয়াম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন। জেলার নাজিরপুরে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং জেলার ইন্দুরকানীতে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জানা গেছে, মনোনয়ন পত্র জামা দেয়ার শেষ দিনে জেলার নাজিরপুরে চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধের সংগঠক মৃত খালেক শেখের পুত্র আ’লীগ নেতা এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, জাপা (এরশাদ) সাবেক নেতা মোহাম্মাদ আলী শিকদার, অঅ’লীগ কর্মী ডাক্তার দিপংকর কুমার নাগ, স্বেচ্ছা সেবকলীগ নেতা এ্যাড. দীপ্তিষ কুমার হালদার এ ৪ জনে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চ ল কান্তি বিশ^াস, উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম চৌধুরী তাপস, জহিরুল ইসলাম খান হৃদয় , সুজিত কুমার শিকদার এ ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহারিয়ার ফেরদাউস রুনা, মারুফা বেগম ও আলো রানী শিকদার এ ৩ জনে তাদের মনোনয়ন প্রার্থী জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলিমুজ্জামান নিশ্চিত করেছেন।

জেলার সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা এস এম বায়েজিদ হোসেন ও স্বেচ্ছা সেবকলীগ নেতা সাংবাদিক শফিউল হক মিঠু মনোনয়ন পত্র জমা দিটাইমস। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জেলার ইন্দুরকানী উপজেলা নির্বাচন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, তার কাছে উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী ও বিএনপির নেতা ফায়জুল কবির তালুকদার ৩ জন তাদের মনোনয়ন পত্র জমা দেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আগামী ১৭ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন বাছাই করে প্রার্থীদের বৈধতা ঘোষানা, ২২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার ও পরের দিন ২৩ এপ্রিল বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর আগামী ৮ মে ইভিএম-এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »