ঝালকাঠিতে সংসদ সদস্যর উপস্থিতিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বাংলা ১৪৩১ বর্ষবরণ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। ঝালকাঠি-২ সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমুর উপস্থিতিতে এই কর্মসূচি আনন্দ ও উৎসব মুখর পরিবেশে পালন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল ৯টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্বদেন আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

এসময় তার সাথে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার, আফরুজুল হক টুটুল-পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলি তালুকদার ও উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ দলীয় নেতা কর্মী, বিভিন্ন সংগঠনের সদস্য ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করেন। মঙ্গল শোভা যাত্রাটি শহর ঘুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়। উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীত ও এসে হে বৈশাখ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মসূচির সূচনা হয়। এর পরে একাধিক সংগঠন তাদের নিজস্ব পরিবেশনা উপস্থাপন করেন। অতিথিবৃন্দরা দর্শকসারিতে উপস্থিত থেকে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। মঞ্চের পাশে স্টলে বাংলার ঐতিহ্য পান্তা-ইলিশ ও পিঠা পুলি বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছে।

প্রধান অতিথির সুচনা পর্বের বক্তব্যে আমু বলেছেন, মোঘল আমলে সম্রাট আকবর এই বর্ষবরণের সূচনা করেন এবং ধারাবাহিকভাবে তা চলে আসছে। স্বাধীনতার পূর্বে ৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারি ছুটি হিসেবে ঘোষণা করে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এর পরিধি বিস্তার করা হয়েছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলার নববর্ষ বরণ চেতনার বহিঃপ্রকাশ অনেকে না বুঝলেও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী গোষ্ঠী বুঝতে পেরেই রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে ছিলো।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »