অবশেষে মুক্ত হলো জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ

মুক্তিপণ দেওয়ার পর নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ এখন দুবাইয়ের আল হারমিয়া বন্দরের দিকে রওনা হয়েছে

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (১৪ এপ্রিল) দীর্ঘ প্রায় একমাস যাবত ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে ছিনতাই বাংলাদেশি মালিকানাধীন কার্গো জাহাজ এমভি আবদুল্লাহ দরকষাকষির মাধ্যমে মুক্তিপণ পেয়ে জাহাজ ছেড়ে চলে গেছে জলদস্যুরা। তবে কত মুক্তিপণের মাধ্যমে জাহাজটি ছাড়া পেল তা সংবাদ মাধ্যমকে বলা হয় নি।

বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বর্তমানে জাহাজটিকে পাহারা দিয়ে সোমালিয়ার জলসীমা পার করে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর জাহাজ। জানা গেছে, হেলিকপ্টারে তিনটি ব্যাগে করে মুক্তিপণের অর্থ
দেওয়া হয়। টাকা বুঝে নিয়ে দস্যুরা জাহাজ থেকে নেম যায়। এরপরই মুক্ত হয় নাবিকসহ জাহাজটি।

জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বাংলাদেশের জনপ্রিয় সম্প্রচার কেন্দ্র “ইনডিপেনডেন্ট” টেলিভিশনকে বলেন, ‘বাংলাদেশ সময় শনিবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের দিকে রওনা দিয়েছে। জাহাজের ২৩ নাবিকই অক্ষত আছেন।

আজ রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

এক নাবিকের স্বজন জানান, জিম্মিদশা থেকে ছাড়া পাওয়ার পর তাদের সাথে কথা হয়েছে। তারা সুস্থ আছেন। দুবাই যেতে তাদের এক সপ্তাহ লাগবে। এদিকে এসআর শিপিংয়ের তরফ থেকে জানা গেছে, দুবাই থেকে নাবিকদের বিমানযোগে চট্টগ্রাম নিয়ে আসা হবে। আর দুবাইতে থাকা নতুন নাবিকদল জাহাজে উঠবে।

বাংলাদেশের জনপ্রিয় দৈনিক ঢাকা পোস্ট জানায়, গত মঙ্গলবার সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সোমালিয়ায় জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি ২৩ নাবিককে ঈদের আগে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হয়। তাদের দ্রুত উদ্ধারের তৎপরতা চলছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, খুব সহসা নাবিকরা মুক্ত হবে এবং জাহাজ এমভি আব্দুল্লাহ জিম্মিদশা থেকে ছাড়া পাবে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ কয়লাবোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালি জলদস্যুরা। এ সময় জাহাজটিতে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে তারা। নাবিকদের উদ্ধারে নানা চেষ্টা করা হয়। চলে কূটনৈতিক তৎপরতা। কিন্তু অগ্রগতি আসতে সময় লাগছিল।

ঘটনার পরপরই জাহাজটি উদ্ধারে যায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ। এমনকি জাহাজটির জিম্মি নাবিকদের ঈদও কাটে বন্দী দশায়। তবে তাঁদের ঈদের দিন ভালো খাবার দেওয়া হয় বলে খবর পাওয়া গিয়েছিল। অবশেষে বাংলা নববর্ষের দিন সুখবর এল। নিশ্চিতভাবে এটি নতুন বছর বরণের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »