সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি, ফলে এবছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে
ভিয়েনা ডেস্কঃ সোমবার (৮ এপ্রিল) সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে সৌদি ভূখন্ডে কোথাও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায় নি। সৌদি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা এবং মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাপ্তরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
এর ফলে এবছর অর্থাৎ ১৪৪৫ হিজরির রমজান মাস ৩০দিন পূর্ণ হবে। সৌদি আরব সহ সমগ্র মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা মহাদেশে আগামী বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সাধারণত সেই হিসেবে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল)। বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, এ বছর বাংলাদেশে রমজান মাস ৩০ দিনের হতে পারে। সেক্ষেত্রে ঈদ হবে ১১ এপ্রিল বৃহস্পতিবার।
অস্ট্রিয়ায় ঈদুল ফিতরের নামাজ: অস্ট্রিয়ায় আগামী বুধবার (১০ এপ্রিল) বিশেষ করে রাজধানী ভিয়েনা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন দেশের মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
ফেডারেল রাজধানী ভিয়েনায় ঈদের প্রথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে দানিউব (Donau) নদীর তীরে অবস্থিত ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে। এখানে ঈদের দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াতে খূতবা দেয়া হবে আরবিতে এবং দ্বিতীয় জামায়াতে খুতবা দেয়া হবে জার্মানি ভাষায়। নিম্নে ইসলামিক সেন্টার মসজিদ সহ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজের সময়সূচী দেয়া হলো –
■ ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদ:
প্রথম জামায়াত : সকাল ৭টায় (খুতবা আরবি)
দ্বিতীয় জামায়াত: সকাল ৮:৩০ মিনিটে
(খুতবা জার্মানি ভাষায়)।
■ বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মুকাররম মসজিদ, ভিয়েনা:
প্রথম জামায়াত : সকাল ৮টায়
দ্বিতীয় জামায়াত : সকাল ৯ঃ৩০ টায়
■ বায়তুল মামুর মসজিদ, ভিয়েনা-১০
প্রথম জামায়াত : সকাল ৮টায়
দ্বিতীয় জামায়াত : সকাল ৯:৩০ মিনিট
তৃতীয় জামায়াত : সকাল ১০:৩০ মিনিট
■ বায়তুল মামুর মসজিদ ভিয়েনা-২০
প্রথম জামায়াত : সকাল ৮টায়
দ্বিতীয় জামায়াত : সকাল ৯টায়
■ নূরে মদিনা মসজিদ, ভিয়েনা-২০
এক জামায়াত : সকাল ৯ টায়
■ মসজিদে ফালাহ, ভিয়েনা-২০
প্রথম জামায়াত : সকাল ৮টায়
দ্বিতীয় জামায়াত : সকাল ৯টায়
Wr.Neustadt (NÖ)
অস্ট্রিয়ার লোয়ার অস্ট্রিয়া(Niederösterreich) রাজ্যে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মসজিদ
বায়তুল মোকাররম ভিনার নয়াস্টাডট এ ঈদের নামাজের একটি জামায়াত হবে সকাল ৮ঃ৩০টায়।
কবির আহমেদ/ইবিটাইমস