পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের বিভিন্ন উপজেলায় ‘মানবিক পিরোজপুর’ এর উদ্যোগে ইফতার বিতরন করা হয়েছে। বরিবার (০৭ মার্চ) বিকালে জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে এ ইফতার বিতরন করা হয়।
জানা গেছে, ওই দিন বিকালে উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ড, হাসপাতাল বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে পথচারী সহ অসহায়দের মাঝে ওই ইফতার প্রদান করা হয়। আর এ ইফতারে মুরগীর মাংস ও ডিম দিয়ে তৈরী খিচুরী ও পানি সরবরাহ করা হয়েছে।
নাজিরপুরের চৌঠাইমহল ষ্ট্যান্ডে ওই ইফতার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকা নাজিরপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহŸায়ক মো. ইকবাল হোসেন হাওলাদার রাজু বলেন, ছিন্নমূল ও অসহায় সহ শতাধীক পথচারীদের মাঝে ওই ইফতার প্রদান করা হয়েছে। ইফতার পেয়ে তারা বেশ খুশি হয়েছেন। ‘মানবিক পিরোজপুর’ এর এমন উদ্যোগ আসলেই প্রসংশার দাবীদার।
‘মানবিক পিরোজপুর’ এর সাধারন সম্পাদক মো. মেহেদী হাসান জানান, রমজান মাসের শুরু থেকেই জেলার সদর উপজেলা সহ জেলার ৭টি উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিতরনকৃত ওই সব ইফতার নিজরাই বাড়িতে তৈরী করে সরবরাহ করে থাকেন। প্রতিদিন প্রায় ৩ শতাধীক নারী-পুরুষকে ওই ইফতার প্রদান করা হয়। তিনি আরো জানান, গত করোনার মহামারির সময় অসহায়দের বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান সহ বিভিন্ন সেবা দিতে এ সংগঠনটির কার্যক্রম শুরু হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন খানের উদ্যোগে প্রতিষ্ঠিত এ সংগঠনটি গত গত ৫ বছর ধরে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছেন।
উপজেলার হাসপাতাল ষ্ট্যান্ডে বিতরন করা ইফতার পেয়ে খুশি অসহায় রিক্সা চালক মো. ফিরোজুল ইসলাম বলেন, সার দিন রোজা রেখে পেট ভরা ইফতার পেয়ে আসলেই ভালো লেগেছে।
জেলার ভান্ডারিয়া উপজেলা সদরের স্কুল শিক্ষক মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘মানবিক পিরোজপুর’ এর উদ্যোগে ভান্ডারিয়া শহরে বিনামূল্যে ইফতার বিতরনের কার্যক্রম দেখে বেশ ভালোই লেগেছে।
এ ব্যাপারে ‘মানবিক পিরোজপুর’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. জসিম উদ্দিন খান বলেন, কোন প্রচারনা বা কাউকে দেখাতে আমাদের এমন উদ্যোগ নয়। সাধারন ও অসহায়দের সেবা দিতেই এ উদ্যোগ।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস