ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে চৈত্রের শেষ রবিবার সকাল ১০টায় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাতে শিশুসহ ৩জন নিহত হয়েছে।
কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে হেলেনা বেগম(৪০), ঝালকাঠি সদর উপজেলার শেখের হাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মিনারা বেগম(৩৫) ও পোনাবালিয়া ইউনিয়নের ইছালিয়া গ্রামের অটোচালক বাচ্চু হাওলাদারের সন্তান ইয়ানা(১১) নিহত হয়েছে।
এদেরকে স্ব স্ব এলাকার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যানরা বিষয়টি নিশ্চিত করেছে।
অন্যদিকে বৃষ্টিপাতের ফলে কৃষি ক্ষেত্রে কৃষিক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে। জেলা বোরো ক্ষেত বৃষ্টির কারণে কৃষকদের ইউরিয়া সারের সাশ্রয় হয়েছে এবং অন্যান্য শাক সবজি ও চাষাবাদে বৃষ্টিতে উপকৃত হয়েছে। কৃষি বিভাগের সূত্রে এই তথ্য পাওয়া গেছে। পাশাপশি প্রচন্ড তাপদাহের মধ্যে বৃষ্টিপাত জনমনে স্বস্তি এনে দিয়েছে।
বাধন রায়/ইবিটাইমস
























