জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাদের শ্রদ্ধা

ঢাকা প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে আসেন দলটির কেন্দ্রীয় নেতারা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের স্মরণের স্লোগান দিতে থাকেন।

৫৩ বছর পরও স্বাধীনতার সাধ উপভোগ করতে পারেনি বাংলাদেশের জনগণ, অর্থ লুটের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার আজ খালি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, দেশে মানবাধিকার ও গণতন্ত্র বলতে কিছুই অবশিষ্ট নেই। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছেন।

এর আগে বিএনপি নেতারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপরাসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমিনুল হক, রফিকুল ইসলাম প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »