আগামীকাল বাংলাদেশে ৪ দিনের সফরে আসছেন ভুটানের রাজা ওয়াংচুক

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভুটানের রাজাকে অভ্যর্থনা জানাবেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছালে, তাকে গান স্যালুট ও গার্ড অফ অনার দেয়া হবে

ইবিটাইমস ডেস্কঃ ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ৪ দিনের সফরে আগামীকাল সোমবার বাংলাদেশে আসছেন। রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক-কে বহনকারী বিশেষ ফ্লাইট সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন রাজা ওয়াংচুক।

সোমবার বিকেলে ভুটানের রাজা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। তাদের দুজনের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শীর্ষ পর্যায়ের এই বৈঠকে, দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আগে, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ রাজা ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করবেন। মঙ্গলবার(২৬ মার্চ) ভুটানের রাজা সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করবেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের রাজা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি একটি বৃক্ষরোপণ করবেন। পরে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করবেন ভুটানের রাজা। তিনি বঙ্গভবন পরিদর্শন করবেন, সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডি তাকে অভ্যর্থনা জানাবেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন রাজা ওয়াংচুক।সফররত রাজপরিবারের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন বাংলাদেশের রাষ্ট্রপতি।

বুধবার(২৭ মার্চ) সকালে ভুটানের রানী জেটসুন পেমা ওয়াংচুক ও ভুটানের প্রতিনিধি দলের সদস্যরা একটি বিশেষ ফ্লাইটে ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাদের বিদায় জানাবেন।

ভুটানের রাজা পদ্মা সেতু ও বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আড়াইহাজার, নারায়ণগঞ্জ পরিদর্শন করবেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন রাজা ওয়াংচুক ।

বৃহস্পতিবার বিকালে সোনাহাট স্থলবন্দর হয়ে আসামের গোপালগঞ্জ-এর উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি। বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তাকে বিদায় জানাবেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান। তখন থেকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার পরপর ভুটান সরকার বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেয়। এরপর, ১৯৭৩ সালের ১২ এপ্রিল আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় দুই দেশের মধ্যে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »