নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র (এবিপিসি) ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমেরিকা প্রতিনিধিঃ মানবতার সামগ্রিক কল্যাণের অভিপ্রায়ে কম্যুনিটির ঐক্য এবং সম্প্রীতির বন্ধন সুসংহত করতে পেশাগত কাজে আরো আন্তরিকতার সংকল্প গ্রহণ করা হলো নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র (এবিপিসি) ইফতার মাহফিলে।

১৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান পেরেসে অনুষ্ঠিত এ মাহফিলে কম্যুনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারি ব্যক্তিবর্গের বিপুল সমাগম ঘটেছিল। বরাবরের মত বীর মুক্তিযোদ্ধাগণ ছিলেন বিশেষ সম্মানীত অতিথি হিসেবে।

এরা হলেন একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুরন্নবী, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হেলাল মজিদ, বীর মুক্তিযোদ্ধা হাবিব রহমান, বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন এবং খুরশিদ আনোয়ার বাবলু।

এবিপিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমানের সঞ্চালনায় মাহফিলে আরো ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ নেতৃবৃন্দ। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে আরো ছিলেন বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনে প্রতিষ্ঠাতা সভাপতি লেফট্যানেন্ট শামসুল হক, অক্সিলারি ক্যাপ্টেন সেয়দ এনায়েত আলী এবং এওয়াইপিডির ট্রাকিফ এনফোর্সমেন্ট এজেন্টদের ইউনিয়ন ‘লোকাল ১১৮২’র কর্মকর্তা শামিম হোসেন, সোনালী এক্সচেঞ্জ ইনকের সিইও দেবেশ্রী মিত্র, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, হোমকেয়ার এক্সিকিউটিভ শাহনেওয়াজ এবং রানু নেওয়াজ, শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম, সিপিএ সারওয়ারুজ্জামান চৌধুরী, ক্রেডিট রিপ্যায়ার অফিসের চীফ কন্সালট্যান্ট মো. আবুল কাশেম, খান’স টিউটোরিয়ালের কর্ণধার নাঈমা খান, বিএনপি নেতা মাকসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের নেতা সাখাওয়াত বিশ্বাস, চট্টগ্রাম সমিতির নেতা মাসুদ হোসেন সিরাজি, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব, লেখক রাজু আহমেদ মুবারক, কন্ঠশিল্পী শাহ মাহবুব ও রুনা রায় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সাংস্কৃতিক সম্পাদক বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা-পরিচালক সবিতা দাস এবং উইলি নন্দি, পাবনা সমিতির সেক্রেটারি মনির ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

ইফতারের প্রাক্কালে মাওলানার ইসমাইল হোসেনের নেতৃত্বে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলের সার্বিক সমন্বয় এবং অতিথি আপ্যায়নে সরব ছিলেন এবিপিসির প্রচার সম্পাদক আনিসুর রহমান, সদস্য তপন চৌধুরী, আলমগীর কবির, শামিম আল আমিন, মোস্তফা অনিক রাজ, রেজওয়ানা এলভিস, লায়লা খালেদা, নুরুন্নাহার নিশা, শাহীন হাওলাদার,আব্দুল আওয়াল মিন্টু প্রমুখ।

রেজওয়ানা এলভিস/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »