ভিয়েনা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার এডাব ঝালকাঠি জেলা শাখার সভাপতি শাহ্ আলম, সম্পাদক হোসাইন আহমেদ ‎ ঝালকাঠির দুটি আসনে ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ লাবীব গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান সুদানে শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

কেনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ শিক্ষার্থী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ২৯ সময় দেখুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১১ শিক্ষার্থী নিহত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে রাজধানী নাইরোবি থেকে ৩৬০ কিলোমিটার দূরে মাউনগু অঞ্চলে নাইরোবি-মোমবাসা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১০ শিক্ষার্থী প্রাণ হারান। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজন মারা যায়। এই দূর গুরুতর আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহতরা আফ্রিকার দেশ কেনিয়ার শীর্ষতম শিক্ষাপ্রতিষ্ঠান কেনিয়াতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, শিক্ষার্থীরা বাসে করে উপকূলীয় শহর মোমবাসায় যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ শিক্ষার্থী প্রাণ হারান। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও ৪২ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের বাসটির চালক বেশ কয়েকটি যানকে ওভারটেকিং করছিল। এ সময় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পিছলে সড়কের ডান পাশে চলে যায়। মুখোমুখি সংঘর্ষ এড়াতে অপরদিক থেকে আসা ট্রাকটি বাসের বাম পাশে ধাক্কা দেয়।’ বাসে কমপক্ষে ৬০ জন শিক্ষার্থী ছিলেন। নিকটবর্তী শহর ভোইয়ের একটি হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। কেনিয়ার রেড ক্রস এক্সে এই তথ্য জানিয়েছে।

আফ্রিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। সেখানে সড়ক ব্যবস্থাপনা বেশ দুর্বল এবং ট্রাফিক আইন ভঙ্গ ও অবজ্ঞা করার ঘটনাও নিয়মিত ঘটে থাকে। কেনিয়ার জাতীয় পরিবহণ ও নিরাপত্তা কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে গড়ে প্রতিবছর সাড়ে ৩ হাজার মানুষ প্রাণ হারায়। গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় চার হাজার ৩২৩ জন নিহত ও ১৮ হাজার ৫৬১ জন আহত হন। তবে চলতি বছরের শুরুতে এই হার অনেক বেড়ে যায়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কেনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ শিক্ষার্থী নিহত

আপডেটের সময় ০৮:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১১ শিক্ষার্থী নিহত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে রাজধানী নাইরোবি থেকে ৩৬০ কিলোমিটার দূরে মাউনগু অঞ্চলে নাইরোবি-মোমবাসা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১০ শিক্ষার্থী প্রাণ হারান। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজন মারা যায়। এই দূর গুরুতর আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহতরা আফ্রিকার দেশ কেনিয়ার শীর্ষতম শিক্ষাপ্রতিষ্ঠান কেনিয়াতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, শিক্ষার্থীরা বাসে করে উপকূলীয় শহর মোমবাসায় যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ শিক্ষার্থী প্রাণ হারান। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও ৪২ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের বাসটির চালক বেশ কয়েকটি যানকে ওভারটেকিং করছিল। এ সময় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পিছলে সড়কের ডান পাশে চলে যায়। মুখোমুখি সংঘর্ষ এড়াতে অপরদিক থেকে আসা ট্রাকটি বাসের বাম পাশে ধাক্কা দেয়।’ বাসে কমপক্ষে ৬০ জন শিক্ষার্থী ছিলেন। নিকটবর্তী শহর ভোইয়ের একটি হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। কেনিয়ার রেড ক্রস এক্সে এই তথ্য জানিয়েছে।

আফ্রিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। সেখানে সড়ক ব্যবস্থাপনা বেশ দুর্বল এবং ট্রাফিক আইন ভঙ্গ ও অবজ্ঞা করার ঘটনাও নিয়মিত ঘটে থাকে। কেনিয়ার জাতীয় পরিবহণ ও নিরাপত্তা কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে গড়ে প্রতিবছর সাড়ে ৩ হাজার মানুষ প্রাণ হারায়। গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় চার হাজার ৩২৩ জন নিহত ও ১৮ হাজার ৫৬১ জন আহত হন। তবে চলতি বছরের শুরুতে এই হার অনেক বেড়ে যায়।

কবির আহমেদ/ইবিটাইমস