ভিয়েনা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম সিঙ্গাপুর,অস্ট্রিয়া চতুর্থ এবং বাংলাদেশ ৯৫ নম্বরে লালমোহনে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা দলীয় সব পদ থেকে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিবকে বহিস্কার অস্ট্রিয়ায় তুষারপাতে যানবাহন ও গণপরিবহণ চলাচলে ব্যাঘাত ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখান বিসিবির সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা টাঙ্গাইল-৬ আসনে বিএনপি প্রার্থীর স্বাস্থ্যের খোঁজ নিতে গেলেন জামায়াত প্রার্থী

তৃতীয় বিশ্ব যুদ্ধের সূচনার এক ধাপের কাছে বিশ্ব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ৩০ সময় দেখুন

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের মানে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে অবস্থান করা

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (১৮ মার্চ) রাশিয়ার রাজধানী মস্কো থেকে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়,নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে পশ্চিমা বিশ্বের প্রতি এই সতর্কবার্তা উচ্চারণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন যুদ্ধ নিয়ে ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে বড় টানাপড়েনে জড়িয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমের সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতে ঠেকেছে। ২০২২ সালের এই যুদ্ধ শুরু হওয়ার পর পুতিন প্রায়ই পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তবে তিনি এ-ও বলেছেন, তিনি কখনোই ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন অনুভব করেননি।

গত শুক্রবার (১৫ মার্চ) তিন দিনব্যাপী রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। গতকাল সর্বশেষ দেশটির সবচেয়ে পশ্চিমের বাল্টিক সাগরের তীরবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন শেষ হয়। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৫ দশমিক ০৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে পুতিন সর্বোচ্চ ৮৭ দশমিক ৩২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

নির্বাচনের এমন ফলাফলের পরই সংবাদ সম্মেলনে আসেন পুতিন। সেখানে রয়টার্সের পক্ষ থেকে রাশিয়া ও ন্যাটোর মধ্যে যুদ্ধের ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে পুতিন বলেন, আধুনিক বিশ্বে সব কিছুই সম্ভব। একটা বিষয় সবার কাছে পরিষ্কার, এমনটা হলে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে অবস্থান করা। আমার মনে হয় না এমন বিষয়ে কেউ আগ্রহ দেখাবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

 

জনপ্রিয়

শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম সিঙ্গাপুর,অস্ট্রিয়া চতুর্থ এবং বাংলাদেশ ৯৫ নম্বরে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তৃতীয় বিশ্ব যুদ্ধের সূচনার এক ধাপের কাছে বিশ্ব

আপডেটের সময় ১০:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের মানে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে অবস্থান করা

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (১৮ মার্চ) রাশিয়ার রাজধানী মস্কো থেকে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়,নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে পশ্চিমা বিশ্বের প্রতি এই সতর্কবার্তা উচ্চারণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন যুদ্ধ নিয়ে ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে বড় টানাপড়েনে জড়িয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমের সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতে ঠেকেছে। ২০২২ সালের এই যুদ্ধ শুরু হওয়ার পর পুতিন প্রায়ই পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তবে তিনি এ-ও বলেছেন, তিনি কখনোই ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন অনুভব করেননি।

গত শুক্রবার (১৫ মার্চ) তিন দিনব্যাপী রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। গতকাল সর্বশেষ দেশটির সবচেয়ে পশ্চিমের বাল্টিক সাগরের তীরবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন শেষ হয়। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৫ দশমিক ০৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে পুতিন সর্বোচ্চ ৮৭ দশমিক ৩২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

নির্বাচনের এমন ফলাফলের পরই সংবাদ সম্মেলনে আসেন পুতিন। সেখানে রয়টার্সের পক্ষ থেকে রাশিয়া ও ন্যাটোর মধ্যে যুদ্ধের ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে পুতিন বলেন, আধুনিক বিশ্বে সব কিছুই সম্ভব। একটা বিষয় সবার কাছে পরিষ্কার, এমনটা হলে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে অবস্থান করা। আমার মনে হয় না এমন বিষয়ে কেউ আগ্রহ দেখাবে।

কবির আহমেদ/ইবিটাইমস