ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যালোচনাভিত্তিক বিভিন্ন সরকারি-বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডঃ এইচ এম জহিরুল ইসলাম বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, সরক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী, এল জি ইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী, বিএডিসির প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীসহ জেলার উন্নয়ন কর্মকান্ড পরিচালিত বিভাগগুলির চলমান উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা এবং উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে কোন ধরণের সমস্যা রয়েছে কিনা সেসব বিষয়ে আলোচিত হয়েছে।
জেলা প্রশাসক যথাসময়ে গুনগতমান বজায় রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন।
বাধন রায়/ইবিটাইমস