সুপ্রিম কোর্ট বারে মারামারি: যুবলীগ চেয়ারম্যান শেখ পরশের কঠোর বার্তা

ইবিটাইমস ডেস্ক: সুপ্রিম কোর্ট বার নির্বাচনকে ঘিরে হট্টগোল ও সহিংসতার ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শুক্রবার (১৫ মার্চ) এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে ওই সহিংসতার ঘটনায় দুঃখপ্রকাশের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান।

ভিডিও বার্তায় শেখ ফজলে শামস পরশ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী, সুশৃঙ্খল সংগঠন। ১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট শহিদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে, দুর্যোগ-দুর্বিপাকে দেশের মানুষের পাশে ছিল আমাদের এই প্রাণপ্রিয় সংগঠনটি।’

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় যুবলীগের নেতাকর্মীদের ত্যাগ, তিতিক্ষা অবিস্মরণীয়। যার জলজ্যান্ত উদাহরণ চট্টগ্রামের মৌলভী সৈয়দ, বগুড়ার খসরু, শহিদ নূর হোসেনসহ অগণিত নিবেদিত নেতাকর্মীরা। সম্প্রতি করোনা মহামারিকালে যুবলীগের নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। যার ফলে সর্বমহলে মানবিক যুবলীগ হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

যুবলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড সংগঠন উল্লেখ করে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার বাইরে এই সংগঠনের কোনো অবস্থান নেয়ার প্রশ্নই ওঠে না। এ ব্যাপারে বিভ্রান্তিরও কোনো সুযোগ নেই। একটি সুষ্ঠু, প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যেই যুবলীগের আইনজীবীরা সমবেত হয়ে গত ৬ এবং ৭ মার্চ উৎসবমুখর পরিবেশে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট দিয়েছে।

শেখ পরশ বলেন, গত ৮ মার্চ এ নির্বাচনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই ঘটনা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কোনোভাবে সমর্থন করে না। বিচ্ছিন্নভাবে সংগঠনের কেউ যদি ওই ঘটনার সঙ্গে জড়িত থাকে তার নিরপেক্ষ তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থার আওতায় আনা হবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »