ইবিটাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৫ মার্চ) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস উইং জানায়, বৃহস্পতিবার ভোরে বাথরুমে পা পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁর ডান হাত ভেঙে গেছে। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে চিকিৎসকরা আফরোজা আব্বাসের হাতে অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
আফরোজা আব্বাসের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বামী সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।
কয়েক মাস আগেও আফরোজা আব্বাস বাথরুমে পা পিছলে পড়ে যান। এতে তাঁর পা ভেঙে যায়।
ডেস্ক/ইবিটাইমস/এনএল