আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

আমেরিকা প্রতিনিধিঃ আমেরিকা – বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হয়ে গেল নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে।

বুধবার ২৮ ফেব্রুয়ারি বর্নিল আয়োজনের মধ্য দিয়ে দুই বছরের জন্য নতুন কমিটিকে স্বাগত জানান আগত অতিথিরা। শুরুতেই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তথ্যের যে অবাধ-নির্বিচার প্রবাহ সেটি একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে। বড় ধরনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সমাজের জন্যে। এ অবস্থায় যারা প্রতিষ্ঠিত মিডিয়া হাউজে রয়েছেন, যারা পেশাগতভাবেই সাংবাদিকতার সাথে জড়িত আছেন, তারা সাংবাদিকতাকে বস্তুনিষ্ঠভাবে চর্চা করবেন, সত্য এবং প্রকৃত তথ্য আমাদের সামনে উপস্থাপন করবেন, সে প্রত্যাশা সবার।

নাজমুল হুদা আরো বলেন, প্রতি সপ্তাহে বেশ কটি পত্রিকা বের হয় নিউইয়র্ক থেকে, এছাড়া ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমেও প্রতিদিনই দেশ, বিদেশ, প্রবাসীদের সংবাদ দেখতে পাই। এজন্যে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তবে, সাংবাদিকতা পেশাটি অনেক চ্যালেন্জের।

এরপর, এবিপিসির নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি সকলকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় দীর্ঘ ১৫ বছর ব্রডকাস্ট সাংবাদিক হিসাবে বিশেষ অবদান রাখায় সাংবাদিক রেজওয়ানা এলিভসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ ফারুক রহমান।

এবিপিসি’ র সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের হেড অব চ্যান্সেরি মো. শোয়েব আব্দুল্লাহ , ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, প্রবাসের শক্তিমান কবি ও কলামিস্ট ফকির ইলিয়াস, নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ আবুল খান, পেনসিলভেনিয়ার মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা কাদেরি কিবরিয়া, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান উপদেষ্টা ফাহাদ সোলায়মান, সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক শাহনেওয়াজ, বাংলাদেশ প্রতিদিনের (উত্তর আমেরিকা সংস্করণ) নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার প্রমূখ।

রেজওয়ানা এলভিস/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »