ভিয়েনা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানির মিউনিখে ইউরোপ বিএনপির ব্যাপক বিক্ষোভ প্রদর্শন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪ সময় দেখুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ করেছে জার্মানির বিএনপির নেতৃত্বে ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীরা

ইউরোপ ডেস্কঃ শনিবার(১৭ ফেব্রুয়ারি) অস্ট্রিয়া নিকটতম জার্মানির মিউনিখ শহরের প্রফেসর হুবার বিশ্ববিদ্যালয় চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে জার্মানির বিএনপির নেতৃবৃন্দ সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অস্ট্রিয়া বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান এর উপস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতাকর্মীরা এই বিক্ষোভ প্রদর্শন করেন।

এই বিক্ষোভে জার্মানির মিউনিখ শহর পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভের সময় নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানান। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, গুম-খুন বন্ধসহ নানা দাবিও জানান তারা। বলেন, বর্তমান সরকার সাজানো ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। শান্তিকামী মানুষ তাদের আর দেখতে চায় না। একপর্যায়ে বিক্ষোভকারীরা মূল সড়কে নেমে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও করে তারা।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সম্পাদক মাহিদুর রহমান।

আরও বক্তব্য রাখেন ইউরোপ বিএনপির সমন্বয়ক ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মালেক, সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহাম্মেদ জিন্টু , জার্মান বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় অস্ট্রিয়ার সীমান্তবর্তী জার্মানির বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখ পৌঁছান। সূচি অনুযায়ী, তিনি রবিবার(১৮ ফেব্রুয়ারি) রাতে মিউনিখ ত্যাগ করবেন এবং ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানির মিউনিখে ইউরোপ বিএনপির ব্যাপক বিক্ষোভ প্রদর্শন

আপডেটের সময় ০৩:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ করেছে জার্মানির বিএনপির নেতৃত্বে ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীরা

ইউরোপ ডেস্কঃ শনিবার(১৭ ফেব্রুয়ারি) অস্ট্রিয়া নিকটতম জার্মানির মিউনিখ শহরের প্রফেসর হুবার বিশ্ববিদ্যালয় চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে জার্মানির বিএনপির নেতৃবৃন্দ সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অস্ট্রিয়া বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান এর উপস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতাকর্মীরা এই বিক্ষোভ প্রদর্শন করেন।

এই বিক্ষোভে জার্মানির মিউনিখ শহর পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভের সময় নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানান। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, গুম-খুন বন্ধসহ নানা দাবিও জানান তারা। বলেন, বর্তমান সরকার সাজানো ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। শান্তিকামী মানুষ তাদের আর দেখতে চায় না। একপর্যায়ে বিক্ষোভকারীরা মূল সড়কে নেমে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও করে তারা।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সম্পাদক মাহিদুর রহমান।

আরও বক্তব্য রাখেন ইউরোপ বিএনপির সমন্বয়ক ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মালেক, সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহাম্মেদ জিন্টু , জার্মান বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় অস্ট্রিয়ার সীমান্তবর্তী জার্মানির বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখ পৌঁছান। সূচি অনুযায়ী, তিনি রবিবার(১৮ ফেব্রুয়ারি) রাতে মিউনিখ ত্যাগ করবেন এবং ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবেন।

কবির আহমেদ/ইবিটাইমস