দেশবরেণ্য আলেম মাওলানা লুৎফর রহমান ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন

ইবিটাইমস ডেস্কঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, প্রখ্যাত আলেমেদ্বীন ও মুফাসসিরে কোরআন রামগঞ্জ তথা লক্ষ্মীপুরের কৃতি সন্তান মাওলানা লুৎফর রহমান হুজুর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় নোয়াখালীর রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন উনার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।

দেশের বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে পরিবারের সদস্যরা উনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আবু সালমান মোহাম্মদ আম্মার আরও জানান, তার বাবা মাওলানা লুৎফর রহমান আজ সকাল পৌনে ১০টায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে মাওলানা লুৎফর রহমানকে নিয়ে ঢাকার ধানমন্ডি ইবনেসিনা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি আরও জানান, ২০২১ইং সনে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন তার বাবা। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি এও জানান, আজকে মেজর ব্রেন স্ট্রোক করেছেন তার বাবা।

প্রখ্যাত এ আলেমেদ্বীন মাওলানা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসাবে দেশে ও বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে। ব্যক্তিগত জীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের জনক। পরিবারের পক্ষ থেকে মাওলানা লুৎফর রহমান সাহেবের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »