বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি এক ভার্চুয়াল বৈঠকে BCCA এর জন্য ক্রিকেট খেলার সরঞ্জাম পাঠানোর অঙ্গীকার করেছিলেন
ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভিয়েনায় বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার ট্রফি উম্মোচনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি এর ব্যক্তিগত উদ্যোগে পাঠানো এই ক্রিকেট খেলার দুই সেট সরঞ্জাম BCCA এর কর্মকর্তাদের হাতে তুলে দেন মান্যবর রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
এখানে উল্লেখ্য যে,বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দুতালয় প্রধান তানভীর আহমেদ তরফদার অগ্রণী ভূমিকা রেখেছেন।
পরবর্তীতে কাউন্সেলর ও দুতালয় প্রধান তার একক প্রচেষ্টায় বিভিন্ন আঙ্গিকে বিসিবির পরিচালকের সাথে যোগাযোগ রেখে সরঞ্জাম ভিয়েনায় আনতে সক্ষম
হয়েছেন। পাঠানো ক্রিকেট খেলার সরঞ্জামের মধ্যে রয়েছে দুইটি ব্যাগ,ব্যাট,বল,পেড সহ দুই সেট সরঞ্জাম যা দুই জন খেলোয়াড়ের সম্পূর্ণ সেট।
বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার (BCCA) পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, মৌলভীবাজার-২ আসনের মাননীয় সংসদ সদস্য
এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং ভিয়েনা বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দুতালয় প্রধান তানভীর আহমেদ তরফদার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস