স্টাফ রিপোর্টারঃ আগামী ২০ জানুয়ারি শনিবার থেকে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল রুটে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি এ তথ্য জানান।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বৃহস্পতিবারআয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়ে জানিয়েছেন। বর্তমানে আগারগাঁও-মতিঝিল অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। এটি পরিবর্তন হয়ে শনিবার থেকে চালু হওয়া পুরো রুটেই সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো।
তিনি আরও জানান কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রোরেল।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস