ভিয়েনা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ৬৪৮ এমপি নিয়ে দেয়া বক্তব্য সঠিক নয়: আইনমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে একসঙ্গে ৬৪৮ জন সংসদ সদস্য রয়েছে বলে যে বিতর্ক উঠেছে, তা ঠিক নয়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জরুরি ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আনিসুল হক বলেন, সংবিধানকে স্পষ্টভাবে ব্যাখ্যা না করে দেশে ৬৪৮ জন সংসদ সদস্য রয়েছেন বলে বক্তব্য দেওয়া হচ্ছে। দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে উদ্দেশ্যমূলকভাবে এসব বক্তব্য দেওয়া হচ্ছে। নতুবা সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সেটি সম্পর্কে তাদের ভালো জ্ঞান নেই।

এ সময় ‘সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তারা কীভাবে এমপির কার্যভার গ্রহণ করবেন’- সে বিষয়ে সংবিধানের অনুচ্ছেদগুলো পড়ে শোনান আইনমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রীর কার্যক্রম চালাতে কোনো অসুবিধা নেই। কারণ কোন মন্ত্রী এমপি হিসেবে কোনো কাজ করছেন না। সংসদ অধিবেশনের মাধ্যমে এমপির কার্যভার গ্রহণ করার পর মন্ত্রীরা এমপির কাজগুলো করবেন। রাজনৈতিক কারণে সারা দেশে এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে যারা সংসদ সদস্যরা শপথ নিয়েছেন তারা কার্যভার গ্রহণ করার পর থেকে এমপি হিসেবে বিবেচিত হবেন। বর্তমানে তারা নির্বাচিত এমপি হিসেবে গণ্য হবেন। আগামী ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনের মাধ্যমে নতুন এমপিরা কার্যভার গ্রহণ করবেন।

আনিসুল হক বলেন, নতুন সংসদ সদস্যরা ৩০ জানুয়ারি থেকেই এমপি হিসেবে সুযোগ-সুবিধা পাবেন। ঐদিন নতুন সংসদের অধিবেশন বসার পর বর্তমান সংসদ সদস্যদের মেয়াদ শেষ হবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে ৬৪৮ এমপি নিয়ে দেয়া বক্তব্য সঠিক নয়: আইনমন্ত্রী

আপডেটের সময় ০৭:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

ঢাকা প্রতিনিধি: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে একসঙ্গে ৬৪৮ জন সংসদ সদস্য রয়েছে বলে যে বিতর্ক উঠেছে, তা ঠিক নয়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জরুরি ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আনিসুল হক বলেন, সংবিধানকে স্পষ্টভাবে ব্যাখ্যা না করে দেশে ৬৪৮ জন সংসদ সদস্য রয়েছেন বলে বক্তব্য দেওয়া হচ্ছে। দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে উদ্দেশ্যমূলকভাবে এসব বক্তব্য দেওয়া হচ্ছে। নতুবা সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সেটি সম্পর্কে তাদের ভালো জ্ঞান নেই।

এ সময় ‘সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তারা কীভাবে এমপির কার্যভার গ্রহণ করবেন’- সে বিষয়ে সংবিধানের অনুচ্ছেদগুলো পড়ে শোনান আইনমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রীর কার্যক্রম চালাতে কোনো অসুবিধা নেই। কারণ কোন মন্ত্রী এমপি হিসেবে কোনো কাজ করছেন না। সংসদ অধিবেশনের মাধ্যমে এমপির কার্যভার গ্রহণ করার পর মন্ত্রীরা এমপির কাজগুলো করবেন। রাজনৈতিক কারণে সারা দেশে এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে যারা সংসদ সদস্যরা শপথ নিয়েছেন তারা কার্যভার গ্রহণ করার পর থেকে এমপি হিসেবে বিবেচিত হবেন। বর্তমানে তারা নির্বাচিত এমপি হিসেবে গণ্য হবেন। আগামী ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনের মাধ্যমে নতুন এমপিরা কার্যভার গ্রহণ করবেন।

আনিসুল হক বলেন, নতুন সংসদ সদস্যরা ৩০ জানুয়ারি থেকেই এমপি হিসেবে সুযোগ-সুবিধা পাবেন। ঐদিন নতুন সংসদের অধিবেশন বসার পর বর্তমান সংসদ সদস্যদের মেয়াদ শেষ হবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল