তেজগাঁওয়ে মোল্লাবাড়ি বস্তিতে আগুন, নিহত ২

ঢাকা প্রতিনিধি: রাজধানীর তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৩০০ ঘর।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সাধারণ মানুষের মালামাল। এ ঘটনায় দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ছাড়াও আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে আরও কয়েকজন।

ফায়ার সার্ভিস হেড অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে।  আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ারের ১৩টি ইউনিট।  প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।বলেও জানান তিনি। ক্ষয়ক্ষতির পরিমানও নির্ধারণ করা যায়নি।

বস্তিতে বসবাসকারীরা বলছেন, তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে কমপক্ষে ৩০০ এর মতো ঘর ছিল। আগুনে দগ্ধ অনেককেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। বস্তির বাসিন্দাদের দাবি, আগুনে বস্তির প্রায় সব ঘরই পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন বস্তির বাসিন্দারা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ঘরগুলো কাঠ ও বাঁশের তৈরি হওয়াতে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ঢাকা/ইবিটাইমস/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »