রেজওয়ানা এলভিস, নিউইয়র্ক: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগ।
বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের রোজভ্ল্ট অ্যাভিনিউয়ের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন পাকিস্তানের কারাগার থেকে মুক্তির পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। পাকিস্তানের কারাগারে দীর্ঘ নয় মাস বন্দি থাকার পর মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিন দুপুর ১টা ৪১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। ১৯৭২ সালের এদিন ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নয়া দিল্লি থেকে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে নামেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মুক্তি পাওয়ার পর তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লি হয়ে ঢাকায় ফেরেন। এদিকে, ৭ ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।
নিউইয়র্ক মহানগর আওয়ামি লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সভাপতিত্ব করেন, নিউইয়র্ক মহানগর আওয়ামিলীগের সভাপতি রফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহতাসিম বিল্লা দুলাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আজমল, সুমন মাহমুদ।
নিউইয়র্কের জ্যাকসন হাইট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার, হেলাল মিয়া, শাহ চিশতি, মহিলা আওয়ামীলীগের কানিজ ফাতেমা শাওন সহ আরো অনেকে। পরে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
ডেস্ক/ইবিটাইমস/এম আর