বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় আড়াই মাস বন্ধ থাকার পর পুনরায় খুলছে
ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ৪২ মিনিটের দিকে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ের কলাপসিবল গেট খুলে দেন। এরপর তারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয়ে প্রবেশ করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে এক সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “তালা ভেঙে আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছি। ২৮ অক্টোবর সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংস অভিযানের মাধ্যমে সমাবেশ বানচাল করা হয়েছিল, পরে পুলিশ অফিসে তালা ঝুলিয়ে দেয়।”
উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সমাবেশ পণ্ড হয়ে যায়। ওই দিন থেকে কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা যায় এবং কার্যালয়ের পাশে এত দিন পুলিশের অবস্থান ছিল।
এ ছাড়া, সংঘর্ষের ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রায় সকলেই এখন কারাগারে আছেন।
এ অবস্থায় গত ৭ জানুয়ারি বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল সমূহ বর্জন করেছে।
কবির আহমেদ/ইবিটাইমস