ভিয়েনা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের কল্যাণে কাজ করুন, দলীয় এমপিদের প্রতি শেখ হাসিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ১০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রত্যেক এমপিকে নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের জন্য কাজ করতে হবে। আপনাদের অবশ্যই নিজ নিজ এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে।’

বুধবার জাতীয় সংসদ ভবনে টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর, দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং সেটি সমর্থন করেন নূর-ই-আলম চৌধুরী এমপি। বিপুল করতালির মধ্য দিয়ে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দুপুর ১২টা থেকে শুরু হয়ে এক ঘণ্টা ধরে বৈঠক চলে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে দেশের গণতন্ত্র ও জনগণের বিজয় হয়েছে। সংসদে বিরোধী দল কে হবেন সে বিষয়ে আওয়ামী লীগ প্রধান কিছু বলেননি বলেও তিনি জানান।

আওয়ামী লীগ সংসদীয় কমিটির এই বৈঠকে সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরী এমপিকে আবারও মনোনীত করা হয়। ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে সংসদের স্পিকার, অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি’কে ডেপুটি স্পিকার ও নূর-ই-আলম চৌধুরী এমপি’কে সংসদের চিফ হুইপ হিসেবে পুনঃনির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ সংসদীয় দলের সম্পাদক পদেও পুনঃনির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জনগণের কল্যাণে কাজ করুন, দলীয় এমপিদের প্রতি শেখ হাসিনা

আপডেটের সময় ০৫:৪০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

ইবিটাইমস ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রত্যেক এমপিকে নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের জন্য কাজ করতে হবে। আপনাদের অবশ্যই নিজ নিজ এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে।’

বুধবার জাতীয় সংসদ ভবনে টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর, দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং সেটি সমর্থন করেন নূর-ই-আলম চৌধুরী এমপি। বিপুল করতালির মধ্য দিয়ে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দুপুর ১২টা থেকে শুরু হয়ে এক ঘণ্টা ধরে বৈঠক চলে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে দেশের গণতন্ত্র ও জনগণের বিজয় হয়েছে। সংসদে বিরোধী দল কে হবেন সে বিষয়ে আওয়ামী লীগ প্রধান কিছু বলেননি বলেও তিনি জানান।

আওয়ামী লীগ সংসদীয় কমিটির এই বৈঠকে সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরী এমপিকে আবারও মনোনীত করা হয়। ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে সংসদের স্পিকার, অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি’কে ডেপুটি স্পিকার ও নূর-ই-আলম চৌধুরী এমপি’কে সংসদের চিফ হুইপ হিসেবে পুনঃনির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ সংসদীয় দলের সম্পাদক পদেও পুনঃনির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী।

ডেস্ক/ইবিটাইমস/এনএল