কাজী মাহফুজ রানা, আয়ারল্যান্ডঃ আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের “সংগঠন অল বাংলাদেশ এসোসিয়েশন অব আয়ারল্যান্ড-আবাই” বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে আইরিশ প্রশাসনের দৃষ্টি কেড়েছে।
আবাই সংগঠন পরিচালনায় ২৬ জন নির্বাহী সদস্য ও ২৫ সদস্যের উপদেষ্টা মন্ডলী কাজ করছেন। সংগঠনটি যাত্রা শুরু অল্প সময়ের মধ্যেই আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশী পরিবার ও সন্তানদের আরবি এবং বাংলা শিক্ষা প্রসারে উৎসাহি করতে নানা উদ্যোগ গ্রহন করেছে।
আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকলেও কোনো দেশেই দূতাবাস নেই। তবে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডে দূতাবাস স্থাপনে বিভিন্ন উদ্যোগ গ্রহন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে আবাই।
সম্প্রতি লিমেরিক, সাউথ কোর্ট হোটেলে সংগঠনটির উদ্যোগে উপদেষ্টা মন্ডলির সদস্যদের সংবধর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত উপদেষ্টা মন্ডলির সদস্য, লিমেরিক, কর্ক, কেরী , কিলার্নি , ডাব্লিন ও গলওয়ে সহ আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে অতিথিরা অংশ নেন। আনন্দঘন ও উৎসবমুখর এ অনুষ্ঠানে ডাবলিনের কাউন্সিলর ও লিমেরিকের সিটি মেয়র আজাদ তালুকদারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাইয়ের সভাপতি ডাঃ জিন্নুরাইন জায়গিরদার ও সঞ্চালনা করেন আবাইয়ের জেনারেল সেক্রেটারি আনোয়ারুল হক আনোয়ার।
অনুষ্ঠানে প্রবাসে সাংবাদিকতায় অবদান রাখায় সাংবাদিক ও কবি কাজী মাহফুজ রানাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে নৈশভোজ শেষে সংগঠনটির সফলতা ও ভবিষ্যৎ নানা উন্নয়ন মূলক কার্যক্রমে সহযোগিতা করার প্রত্যয় জানান বক্তারা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি আবাইয়ের সহ-সভাপতি আজিজুর রহমান মাসুদ , শাহীন রেজা , মনিরুল ইসলাম , এস এম হাসান, কাজী শাহ আলম, ইনজামামুল হক জুয়েল, মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া, ডাঃ মুছাব্বির হোসাইন, কবি জাকিয়া রহমান, কবি ও লেখক সাজেদুল ইসলাম রুবেল, মহিলা সম্পাদিকা শম্পা লিলি, মোঃ জহিরুল ইসলাম, ঝিনুক আলী, মামুন , মোঃ রবিউল আলম, মাহমুদুল হাসান চৌধুরী সোহেল, মজিবুল হক, সাংবাদিক আব্দুর রহিম ভুঁইয়াসহ অনেকেই বক্তব্য রাখেন।
ইউরোপ ডেস্ক/ইবিটাইমস