ভোলায় বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

ভোলা জেলা প্রতিনিধি: সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ভোলায় আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় ভোলা জেলা ও দায়রা আদালতের সামনে মানববন্ধন করেন আইনজীবীরা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন ভোলা জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাসেত।

মানববন্ধনে তিনি বলেন, আমরা আগামী ৭ তারিখের প্রহসনের  নির্বাচনে যাব না এবং কোন আইনজীবী কোর্টের কার্যক্রমের সাথে সংযুক্ত হবো না, যারা যাবে তারা জাতীয় বেঈমান এবং এ দেশের দুশমন।

তিনি আরও বলেন, ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ১ জানুয়ারি থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত শান্তিপূর্ণভাবে আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আলহাজ্ব ফরিদুর রহমান, সাবেক সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, বারের বর্তমান সাধারণ সম্পাদক এড. ইফতারুল হাসান ,সহ-সভাপতি এড. মো. ইউসুফ, সিনিয়র এড. ফরমজুল হক মাল, এড. মো. ইউসুফ, এড.কাজী আজম, এড. আদিল মাহমুদ, এড. আরিফুর রহমান, এড. মশিউর রহমান মুরাদ, এড. পলাশ চন্দ্র দাশ, এড. ফয়সাল আহমেদ রাসেল, এড. জিয়াউর রহমান এবং শিক্ষানবিশ আইনজীবী মঞ্জুসহ আরো অনেকে।

মনজুর রহমান/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »