পটুয়াখালী প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীতে নিত্য নতুন চমকের সৃষ্টি হচ্ছে। এবার পটুয়াখালী-১ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের কোন প্রার্থী না থাকায় জাতীয় পার্টির প্রার্থীকেই নিজেদের প্রার্থী মনে করছেন জেলা আওয়ামীলীগের বড় একটি অংশ।
এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পোষ্টার ও ব্যনারে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে প্রচার প্রচারনা চালোনো হচ্ছে।
শনিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে এর পূর্ব পাশে জেলা খাদ্য অফিসের সামনে অস্থায়ি ভাবে প্যান্ডেল দিয়ে জাতীয় পার্টির একটি নির্বাচনী ক্যাস্প তৈরী করা হয়েছে। সেখানে দেখা যায় ক্যাম্পের সামনে বিশাল করে একটি ব্যানার টাঙ্গানো হয়েছে। ব্যানারে ডান পাশে আছে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী- ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের ছবি এবং ব্যনারের বাম পাশে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেয়া হয়েছে। আর ব্যানারের বাম পাশে উপরে কিছুটা ছোট করে রয়েছে জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদেরের ছবি। এছাড়া ব্যনারের উপরে লেখা ‘আল্লাহ সর্ব শক্তিমান’ এবং এর নিচেই বাম পাশে লেখা বাংলাদেশ এবং ডান পাশে লেখা জিন্দাবাদ। একই ভাবে এই নির্বাচনী ক্যাম্পে লাগানো পোষ্টার গুলোতেও এভাবে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে। শুধু এই ক্যাম্পটি নয়, জাতয়ি পার্টির অধিকাংশ নির্বাচনী ক্যাম্প গুলোতেই ব্যানার ও পোষ্টারে এমন ভাবে ছবি ব্যবহারের প্রমান মিলেছে।
তবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সাথে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি দেয়ায় অনেক নেতা কর্মীরা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এনিয়ে বিভিন্ন ফোরামে যেমন আলোচনা সমালোচনা হচ্ছে তেমনি সামজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে সরব রয়েছেন।
সম্প্রতি এড. আফজাল হোসেনের ছোট ভাই ও পটুয়াখালী জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এস এম কামাল হোসেন তার ফেইসবুকে লিখেছেন,‘ নাঙ্গল প্রতিক এ মাননীয় প্রধানমন্ত্রীর ছবি থাকতে পারে না। নাঙ্গল প্রতীক বাংলাদেশ আওয়ামীলীগের নয়। বাংলাদেশ জিন্দাবাদ যারা বলে তারা আওয়ামী লীগের লোক নয়। আওয়ামী লীগের লোক যারা তাদের শ্লোগান জয় বাংলা’ জয় বঙ্গবন্ধু। তাই মানুষকে বিভ্রান্ত করার কোন সুযোগ নেই।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়েছিলো কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন কে। তিনি নেতকার্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তবে নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামীলীগের আসন ভাগাভাগিতে পটুয়াখালী-১ আসন থেকে এড আফজাল হোসেন এর মনোনয়ন প্রত্যাহার করে নেয়া হয়। ফলে অনেকটা বিজয়ের বিষয়ে নিশ্চিত হন জাপার রুহুল আমিন হাওলাদার। তবে রুহুল আমিন হাওলাদার নির্বাচনের মাঠে আওয়ামীলীগের বড় একটি অংশের সহযোগীতা পেলেও এড. আফজাল হোসেন এর অনুসারীরা বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী কামাল হোসেন এর ডাব প্রতীকের পক্ষে প্রচার প্রচারনা চালাচ্ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেস সরব আফজাল সমর্থকরা।
তবে এ বিষয়ে জানতে চাইল জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার পুরো বিষয়টি এরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি দাবী করছেন এটি কোন একটি পক্ষ তাকে বিতর্কিত করতেই প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) আহসান হাবিব খান বলেন, ‘এ বিষয়ে আমরা খোঁজ খবর নিয়ে দেখছি নির্বাচনী আইনের কোন ব্যপ্তয় হয়েছি কিনা সে বিষয়ে দেখা হচ্ছে।
আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস