এই পিঠা উৎসব অস্ট্রিয়ায় বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের এক মিলন মেলায় পরিণত হয়
ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভিয়েনার ১১ নাম্বার ডিস্ট্রিক্টের একটি হলে এই জাঁকজঁমক পিঠা উৎসবের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া-অস্ট্রিয়া সমিতি। সমিতির বর্তমান সভাপতি মোহাম্মদ নুরুল আলম (ইকরাম) এর সভাপতিত্বে পিঠা উৎসবটি কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিপন।
ব্রাহ্মণবাড়িয়া অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম আমাদের ইউরো বাংলা টাইমসের অস্ট্রিয়া প্রতিনিধির সাথে দেয়া এক সাক্ষাৎকারে
জানান, সমিতির মহিলা সদস্যরা জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী বাহারি পিঠা পরিবেশন করেন। পিঠা উৎসবে ব্রাহ্মণবাড়িয়া অস্ট্রিয়া সমিতির বাংলাদেশ কমিউনিটিতে নেতৃত্ব দানকারী অনেক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান ও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অন্যতম ইমাম শায়খ আব্দুল মতিন আজহারী পিঠা উৎসবে এক সংক্ষিপ্ত আলোচনা
সভায় কোরআন ও হাদীসের আলোকে সংক্ষিপ্ত গঠনমূলক বক্তব্য রাখেন।
বেলা ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই জাঁকজঁমক পিঠা উৎসবে সমিতির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। যার মধ্যে বিপুল সংখ্যক মহিলা ও শিশুও উপস্থিত ছিল। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত লোকজনের মধ্যে এক রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস