ভয়ভীতির উর্ধ্বে থেকে ভোট দিতে যাবেন-সতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস

ঝিনাইদহ প্রতিনিধি: এই নির্বাচনে নির্ধারিত হবে শৈলকুপা কী সন্ত্রাসের রাজত্ব থাকবে নাকি ভালো মানুষের রাজত্ব হবে। ট্রাক মার্কার জয় হলেই সন্ত্রাসমুক্ত হবে শৈলকুপা। পর্যায়ক্রমে শৈলকুপার সমন্ত বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ ১(শৈলকুপা)আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। বৃহস্পতিবার বিকালে দিগনগর ইউনিয়নের বেনীপুর বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন।
দুলাল বলেন, আমি নির্বাচিত হলে শুরুতেই বিশেষ কিছু কাজ  করবো। প্রথমত কর্মসংস্থানের মাধ্যমে শৈলকুপাকে বেকারমুক্ত করবো। মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি করে সুশিক্ষার প্রসার ঘটাবো। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত শৈলকুপা গড়ে তুলবো। এই কাজটি খুব কঠিন কাজ, এই কাজটি করতে আপনাদের আমার সাথে থাকতে হবে। এ জন্য অবশ্যই আপনাদের ‘ট্রাক’ মার্কায় ভোট দিতে হবে। ট্রাক আমার মার্কা নয় এটা আপনাদের মার্কা, আর এই মার্কাকে বিজয়ী করার দায়িত্বও আপনাদের হাতে।
উপস্থিত স্থানীয় জনগণের উদ্দেশ্যে দুলাল বিশ্বাস আরও বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করে দিয়েছেন। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসবেন। কেউ ভোট কেন্দ্রে ভোট কাটতে আসলে প্রশাসন তাদের প্রতিহত করবে।
এসময় বসুমতী গ্রুপের এমডি জেড এম গোলাম নবী(সিআইপি) ছাড়াও দিগনগর ইউনিয়ন আওয়ামিলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ ইমন/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »