ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় এ বছর ধান কাটার বড় আকারের কম্বাইড হারভেস্টার মেশিন ৩তন কৃষক কিনেছেন। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের জাকির ফকির, বিনয়কাঠি ইউনিয়নের মানাপাশার অভিনাশ গাইন, ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি এলাকার আব্দুল্লাহ আল আহার এই মেশিন কিনেছেন। প্রতিটি মেশিনের দাম ৩২ লাখ টাকা এবং সরকার প্রতিটি মেশিনের ক্ষেত্রে ১৫ লাখ ৫০ হাজার টাকা ভর্তুকি দিয়েছেন। কৃষক প্রাথমিক পর্যায়ে ৪ লাখ টাকা করে প্রদান করবেন এবং অবশিষ্ট টাকা ১৮ কিস্তিতে পরিশোধ করতে হবে। বাংলাদেশ সরকার কৃষকদের জন্য ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি উপকরণ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে। এর ফলে অতিদ্রুত কৃষি ব্যবস্থা যান্ত্রিকতায় চলে আসছে।
এক একটি কম্পাইড হারবেস্টার ঘন্টায় এক একর জমির পাকা ধান কাটতে পারে এবং ১০ থেকে ১৫ লিটার জ্বালানি তেল এতে ব্যবহৃত হয়। এই মেশিন একই সাথে ধান কাটা, মারাই, ঝারাই ও বস্তাবন্দি করে দেয়। এর ফলে কৃষকদের ধান কাটার জন্য কৃষান খরচের ৭৫% কম লাগে। এই যান্ত্রিকতার ফলে কৃষকদের ধান কাটার সময় এবং কৃষানি পরিবারের মাড়াই-ঝাড়াইয়ের মত কষ্টকর কাজ থেকে রেহাই পায় তার পরিবার।
বাধন রায়/ইবিটাইমস