সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের জেনারেল নিহত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে চরমমূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (২৫ ডিসেম্বর) ইরানি বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে,সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একজন উচ্চ পদস্থ জেনারেল নিহত হয়েছেন। এতে বলা হয়েছে, সিরিয়ায় কুদস ফোর্সের “সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা” জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি সিরিয়ার রাজধানী দামেস্কের একটি উপকণ্ঠে “ইহুদিবাদী শাসকদের” হামলায় নিহত হয়েছেন।

ইরানি বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, সিরিয়ায় কুদস ফোর্সের “সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টাদের একজন” ছিলেন নিহত জেনারেল মুসাভি। এই হত্যাকাণ্ডের পর পরই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ঘোষণা করেছেন যে ইসরাইল “অবশ্যই এই অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে।”

উল্লেখ্য যে,আল-কুদস ব্রিগেড ইরানের বিপ্লবী গার্ডের শাখার অংশ যারা বিদেশী অভিযান পরিচালনা করে থাকে। জেনারেল মুসাভির হত্যাকাণ্ডের পর তারাও এর প্রতিশোধের ঘোষণা দিয়েছে। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেলের মৃত্যুর জন্য ইসরায়েল অর্থ বহন করবে। ইরান কট্টরপন্থী ইসলামী ফিলিস্তিনি সংগঠন হামাসের ঘনিষ্ঠ মিত্র। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভূতপূর্ব আক্রমণের পর গাজা যুদ্ধের সূত্রপাত হয়েছিল।

সিরিয়ায় ইরানের উপস্থিতির বিরুদ্ধে লড়াই করছে ইসরাইল: হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল সিরিয়ায় বিমান হামলা জোরদার করেছে। ইসরায়েল সোমবার মুসাভির মৃত্যুর প্রতিবেদনে মন্তব্য করতে চায়নি; সাধারণভাবে, সিরিয়ায় ব্যক্তিগত আক্রমণের বিষয়ে দেশটি খুব কমই মন্তব্য করে। তবে, ইসরায়েলি সরকার বারবার জোর দিয়ে আসছে যে তারা তাদের চিরশত্রু ইরানকে সিরিয়ায় তাদের উপস্থিতি বাড়াতে দেবে না।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে,হামাস এখন গেরিলা সেল দিয়ে ইসরায়েলিদের ওপর হামলা চালাচ্ছে। গাজা উপত্যকায় তাৎক্ষণিক যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে এখনো কোনো সম্প্রীতি দেখা যাচ্ছে না। হামাস অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সোমবার সন্ধ্যায় ইসলামপন্থীরা বলেছে, “আমরা আবারও বলছি যে আগ্রাসন ব্যাপকভাবে বন্ধ না হলে কোনো আলোচনা হবে না।”

নেতানিয়াহুর আরও সময় প্রয়োজন: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তার পক্ষের জন্য, গাজা উপত্যকায় সৈন্যদের পরিদর্শনের সময় ঘোষণা করেছিলেন যে তিনি আগামী দিনে ইসরায়েলের সামরিক অভিযানকে আরও “গভীর” করবেন। তিনি হামাসের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের কথা বলেছিলেন এবং বলেছিলেন যে চাপ বাড়াতে ইসরায়েলি সেনাবাহিনীর “আরো সময়” দরকার।

কবির আহমেদ/এম আর/ইবিটাইমস 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »