বিএনপি এ রকম করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না-শাহজাহান ওমর বীরউত্তম

ঝালকাঠি প্রতিনিধিঃ  “বিএনপি এ রকম করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না” বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম।

শুক্রবার বিকালে কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, সব নির্বাচনে জিততে হবে এমন কথা নয়। বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে, সে অপেক্ষায় অপেক্ষায় ১৫ বছর কেটে গেল, এ রকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। শাহজাহান ওমর আরো বলেন, “ব্যঙ্গের প্রসাবে পাছার খাওয়া যায়না, বাঘের গর্জন শোনা যায়, কিন্তু শিয়ালের হুয়াক্কা হুয়া বড় বিচ্ছিরি, আমি কোন খানের কথা বলেছি আপনারা বুজতে পারছেন”।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। সভায় বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »