পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে সাব-রেজিস্ট্রার অফিসে ভূয়া দলিল করার অভিযোগে দলিল লেখক সহ দুই জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের বুধবার (২০ ডিসেম্বর) বিকালে আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে ওই ভূয়া দলিল করার অভিযোগে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে ইন্দুরকানী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী স্বপন কুমার বাদী হয়ে দলিল লেখক রেজাউল গাজী সহ ৩জনকে আসামী করে ইন্দুরকানী থানায় জালিয়াতি মামলা দায়ের করেন।
জানা যায়, মঙ্গলবার ইন্দুরকানী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিসে দলিল লেখক রেজাউল করিম গাজী একটি দলিল রেজিস্ট্রি করার জন্য কাগজপত্র দাখিল করেন। জমাকৃত কাগজপত্র যাচাই বাছাই করে নামজারী ও দাখিলার কাগজ ভূয়া প্রমানিত হয় । সাব-রেজিস্ট্রার অফিস থেকে ইন্দুরকানী থানা পুলিশকে জানালে দলিল লেখক মো. রেজাউল করিম গাজী ও গৃহিতা মো. আবু বক্কর সিদ্দিককে পুলিশ ওই দিন সন্ধ্যায় গ্রেফতার করে। কৌশলে দাতা রিজিয়া পালিয়ে যায়। দলিল লেখক রেজাউল করিম গাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আ. খালেক গাজীর ছেলে।
দাতা রিজিয়া জানান, আমার কাছ থেকে দলিল লেখক খালেক গাজীর ছেলে দলিল লেখক মো. রেজাউল করিম গাজী কাগজপত্র ঘুচিয়ে দেওয়ার কথা বলে নামজারী বাবদ ৯ হাজার, জমির দাখিলার জন্য ২হাজার টাকা নিয়েছে । আমি এই ভূয়া কাগজপত্র বিষয় কিছুই জানিনা ।
নাম প্রকাশে অনুচ্ছিক একাধিক লোকে জানান,দলিল লেখক রেজাউল করিম গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতারনা কাজে জড়িত ।
ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, ইন্দুরকানী সাব-রেজিস্ট্রার অফিস থেকে একটি প্রতারনা মামলা দেওয়া হয়েছে। উক্ত মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে আরো প্রতারনার অভিযোগ রয়েছে । বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস