হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরের সুরমা চা বাগান এলাকায় ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) এর উপ-মহাব্যবস্থাপক কে এম এমদাদুল হকের গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ সিলেট।
গ্রেপ্তারকৃত ডাকাতদলের সদস্যরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের আবু জাহের ওরফে শুক্কর মিয়ার ছেলে এমদাদুল হক মিলন ওরফে রিপন মিয়া (৩৮), শফিকুল ইসলাম শফিক মিয়া ওরফে মোঃ সফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ওরফে নাজমুল হক নাজমুল ইসলাম (৩১), আবু সাঈদের ছেলে মোঃ হৃদয় মিয়া (২৮)।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি এর একটি আভিযানিক দল শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উক্ত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মূলহোতা এমদাদুল হক মিলন ওরফে রিপন মিয়াসহ ৩জন সক্রিয় ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে ডাকাতির সময় লুন্ঠিত ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে ন্যাশনাল টি কোম্পানির উপ- মহাব্যবস্থাপক কে এম এমদাদুল হক ও তার পরিবারের কয়েকজন সদস্য গাড়িযোগে তেলিয়াপাড়া চা বাগান থেকে চন্ডিছড়া বাংলোয় ফিরছিলেন। পথে সুরমা চা বাগানের ভেতরের রাস্তায় ডাকাতরা গাড়িটি থামিয়ে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলফোন লুটে নেয়।
একই স্থানে ডাকাতদের কবলে পড়েন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ আরও ১০ থেকে ১২ জন লোক। পরে ১৩ ডিসেম্বর ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) এর উপ- মহাব্যবস্থাপকের গাড়ী চালক রমজান মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস