ভিয়েনা ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিট এন্ড গ্রিট উইথ সাকিব আল হাসান, প্রেজেন্টস বাই রিভারটেল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ২০ সময় দেখুন

আমেরিকা প্রতিনিধিঃ রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল মতবিনিময় সভা। এসময়ও সাকিবকে ভক্তদের সাথে দেখা গেলো ব্যাট বল হাতে। এটা বাইশ গজের মাঠ না হলেও ব্যাট বল হাতে মাতিয়ে গেলেন যুক্তরাষ্ট্র । বিশ্বকাপে চোট পেয়ে দলের বাইরে ছিটকে পড়েছিলেন আধিনায়ক। দল যখন নিউজিল্যান্ড সফর নিয়ে ব্যস্ত তখন পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছেন তিনি। বর্তমানে চোটের কারনে ক্রিকেট মাঠ থেকে দুরে থাকলেও নতুন মাঠে দেখা যাবে তাকে। সাকিব ক্রিকেটে যেমন আলো ছড়িয়েছ্ন তেমনি মডেলিং সফল ব্যবসায়ি সব শেষে আরো একটি বিশেষন যুক্ত হতে যাচ্ছে রাজনীতিবিদ।

২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা থেকে মনোনয়ন পেয়েছেন লিজেন্ড ক্রিকেটার। নির্বাচনের প্রচারনা শুরু হতে এখনও বেশকিছু সময় বাকি আর এই সুযোগটাকে কাজে লাগাতে ছুটে এসেছেন পরিবারের কাছে। এসময় রিভারটেলের বিশেষ আমন্ত্রনে এসেছিলেন এই অলরাউন্ডার । যদিও ক্রিকেট থেকে এই মুহূর্তে দুরে থাকার আফসোসটী তার কথায় উঠে আসে । ইনজুরিতে না থাকলে নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে ও টি- টুয়েন্টিতে খেলার ইচ্ছা ছিলো তার, তবে ইনজুরি কাটিয়ে উঠতে আরো সপ্তাহ দুই লাগবে, এরপর শুরু হবে রিহাব সব মিলিয়ে ক্রিকেট মাঠে ফিড়তে দের মাসের মতো সময় লাগবে, মোট কথা বিপিএলের আগে তাকে পুরোপুরি ফিট হয়ে মাঠে দেখার সম্ভাবনা নেই।

এ বছর আইপিএল ও আইসিএস খেলছেন না বলে জানান টাইগার অধিনায়ক। নির্বাচনে নাম লেখানোর পর এখন অনেকের চিন্তা সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে, ভোটের মাঠে জিতে গেলে যে আরো ব্যস্ততা বেড়ে যাবে সাকিবের। তবে সাকিব কি তাহলে ক্রিকেটে সময় কমিয়ে দিবে এমন প্রশ্ন করা হলে তিনি জানান এবার তিনি কোন ফ্রেণ্চাইজি টুর্নামেন্ট খেলবেন না। সুতরাং, দেশের জন্য এমন ত্যাগ আর সাথে কমিটমেন্ট অনেক দামী সাকিব ভক্তদের জন্য তার এই কথা গুলো। তার নামের আগে যতো তকমাই লাগুক না কেন নিজেকে ক্রিকেটার হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন এই অলরাউন্ডার । সামনে অনেক ব্যস্ততা বাড়বে সাকিবের, তবে ক্রিকেটের শেষ সময়ে তিন ফরমেটেই দারুন কিছু সময় পার করবেন বলে মনে করেন তিনি।

রিভারটেলের মিট এন্ড গ্রিট অনুষ্ঠানের অর্গানাইজার ছিলেন তরুন ব্যবসায়ি খাইরুল ইসলাম খোকন, এছাড়া আরো উপস্থিত ছিলেন রিভারটেলের ডাইরেক্টরস গন , ঠিকানা গ্রুপের ভাইস চেয়্যারমযান অনুভা শাহিন হোসেন সহ অন্যান্নরা।

এসময় ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর সহ গেম শো এবং ফটো সেশনে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন রেজওয়ানা এলভিস।

রেজওয়ানা এলভিস/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মিট এন্ড গ্রিট উইথ সাকিব আল হাসান, প্রেজেন্টস বাই রিভারটেল

আপডেটের সময় ১০:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

আমেরিকা প্রতিনিধিঃ রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল মতবিনিময় সভা। এসময়ও সাকিবকে ভক্তদের সাথে দেখা গেলো ব্যাট বল হাতে। এটা বাইশ গজের মাঠ না হলেও ব্যাট বল হাতে মাতিয়ে গেলেন যুক্তরাষ্ট্র । বিশ্বকাপে চোট পেয়ে দলের বাইরে ছিটকে পড়েছিলেন আধিনায়ক। দল যখন নিউজিল্যান্ড সফর নিয়ে ব্যস্ত তখন পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছেন তিনি। বর্তমানে চোটের কারনে ক্রিকেট মাঠ থেকে দুরে থাকলেও নতুন মাঠে দেখা যাবে তাকে। সাকিব ক্রিকেটে যেমন আলো ছড়িয়েছ্ন তেমনি মডেলিং সফল ব্যবসায়ি সব শেষে আরো একটি বিশেষন যুক্ত হতে যাচ্ছে রাজনীতিবিদ।

২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা থেকে মনোনয়ন পেয়েছেন লিজেন্ড ক্রিকেটার। নির্বাচনের প্রচারনা শুরু হতে এখনও বেশকিছু সময় বাকি আর এই সুযোগটাকে কাজে লাগাতে ছুটে এসেছেন পরিবারের কাছে। এসময় রিভারটেলের বিশেষ আমন্ত্রনে এসেছিলেন এই অলরাউন্ডার । যদিও ক্রিকেট থেকে এই মুহূর্তে দুরে থাকার আফসোসটী তার কথায় উঠে আসে । ইনজুরিতে না থাকলে নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে ও টি- টুয়েন্টিতে খেলার ইচ্ছা ছিলো তার, তবে ইনজুরি কাটিয়ে উঠতে আরো সপ্তাহ দুই লাগবে, এরপর শুরু হবে রিহাব সব মিলিয়ে ক্রিকেট মাঠে ফিড়তে দের মাসের মতো সময় লাগবে, মোট কথা বিপিএলের আগে তাকে পুরোপুরি ফিট হয়ে মাঠে দেখার সম্ভাবনা নেই।

এ বছর আইপিএল ও আইসিএস খেলছেন না বলে জানান টাইগার অধিনায়ক। নির্বাচনে নাম লেখানোর পর এখন অনেকের চিন্তা সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে, ভোটের মাঠে জিতে গেলে যে আরো ব্যস্ততা বেড়ে যাবে সাকিবের। তবে সাকিব কি তাহলে ক্রিকেটে সময় কমিয়ে দিবে এমন প্রশ্ন করা হলে তিনি জানান এবার তিনি কোন ফ্রেণ্চাইজি টুর্নামেন্ট খেলবেন না। সুতরাং, দেশের জন্য এমন ত্যাগ আর সাথে কমিটমেন্ট অনেক দামী সাকিব ভক্তদের জন্য তার এই কথা গুলো। তার নামের আগে যতো তকমাই লাগুক না কেন নিজেকে ক্রিকেটার হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন এই অলরাউন্ডার । সামনে অনেক ব্যস্ততা বাড়বে সাকিবের, তবে ক্রিকেটের শেষ সময়ে তিন ফরমেটেই দারুন কিছু সময় পার করবেন বলে মনে করেন তিনি।

রিভারটেলের মিট এন্ড গ্রিট অনুষ্ঠানের অর্গানাইজার ছিলেন তরুন ব্যবসায়ি খাইরুল ইসলাম খোকন, এছাড়া আরো উপস্থিত ছিলেন রিভারটেলের ডাইরেক্টরস গন , ঠিকানা গ্রুপের ভাইস চেয়্যারমযান অনুভা শাহিন হোসেন সহ অন্যান্নরা।

এসময় ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর সহ গেম শো এবং ফটো সেশনে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন রেজওয়ানা এলভিস।

রেজওয়ানা এলভিস/ইবিটাইমস