পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। বরিবার (১০ ডিসেম্বর) রাতে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাদ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বহিস্কৃত নেতারা হলেন জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাসেল হাওলাদার, কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক এবং নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হুমায়ুন কবির টুটুল।
সংগঠনের জেলা দপ্তর সম্পাদক মো. জালিছ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য জানানো হয়েছে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংগঠনের জেলা সভাপতি মো. আসাদুজ্জামান মিঠু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির সহ সংগঠনের দেয়া সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে দলীয় পদ থেকে অব্যহতি সহ দল থেকে বহিস্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ওই নেতারা সংগঠনের দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলীয় পদ থেকে অব্যহতি সহ দল থেকে বহিস্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাসেল হাওলাদার, কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক পিরোজপুর-১ (নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালী) আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন মহারাজের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে কাজ করছেন। এ ছাড়া নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হুমায়ুন কবির টুটুল পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের আ’লীগের দলীয় প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের পক্ষে প্রচারনা করছেন।
তবে বহিস্কৃত ওই সব নেতাদের দাবী তাদের বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে এমন অভিযোগ দিয়ে দলীয় পদ থেকে অব্যহতি দিয়ে বহিস্কার করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস