ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষ্যে জেলা পর্যায়ে ৫জন ও সদর উপজেলা পর্যায়ে ৩জনকে জয়িতা সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এবং দুদক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন।
ঝালকাঠিতে জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ঝালকাঠি শহরের রুপনগর এলাকার মোসাঃ রোকেয়া বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনরূপ শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠী গ্রামের বাসিন্দা ও শিক্ষক মোসাঃ শাহানাজ আক্তারকে, সফল জননী ক্যাটাগরিতে ঝালকাঠি শহরের গণপূর্ত কলনী দেলোয়ারা খানমকে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নুতন উদ্যোমে জীবন শুরু করেছেন এমন একজন নারী নলছিটির বৈচন্ডী গ্রামের ছালেহা আক্তারকে এবং সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখা ক্যাটাগরিতে রাজাপুর উপজেলা সদরে নাজনিন হোসেন আখিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সদর উপজেলা পর্যায়ে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নুতন উদ্যোমে জীবন শুরু করেছেন ক্যাটাগরিতে উম্মে সালমা এবং সমাজ উন্নয়নে অসমান্য অবদানের জন্য ঝালকাঠি পৌরসভার হাসিনা বেগমকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস