ঝালকাঠি প্রতিনিধিঃ আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার ৪টি উপজেলার ও ২টি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৩২৬জন এবং ১২ মাস থেকে ৪৯ মাস বয়সি ৭৮ হাজার ৭১১জন শিশুসহ ৮৯ হাজার ৩৭জন শিশুকে টিকা খাওয়ানো হবে।
জেলায় ৯৭ হাজার ৫০০ ক্যাপসুল সরবরাহ করা হয়েছে। জেলার ৮২৪টি কেন্দ্রে ১৬৪৮জন এই কাজে নিয়োজিত থাকবে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডভিত্তিক সুপার ভাইজাররাও মনিটরিং কাজে থাকবেন।
বুধবার সকাল ১১টায় ঝালকাঠি সিভিল সার্জন কাযার্লয়ের সভাকক্ষে এ উপলক্ষ্যে স্থানীয় প্রিন্ট ও ইলিক্ট্রনিক মিডিয়া সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছেন সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম।
এই অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ মোস্তাফিজুর রহমান ভিটামিনের প্রয়োজনীয়তা বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টশন উপস্থাপন করেন। অন্যদের মধ্যে ডাঃ সিয়াম, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মানিক রায় এবং দৈনিক অজানাবার্তা সম্পাদক এস এম এ আব্দর রহমান কাজলসহ উপস্থিত ছিলেন। প্রেসব্রিফিংকালে সিভিল সার্জন সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাব দেন।
বাধন রায়/ইবিটাইমস