ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বিশ্বজিৎ নামের এক কারিগরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাসুদেব বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত বিশ্বজিৎ ওই গ্রামের বিপুলের ছেলে।
স্থানীয়রা জানায়,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকায় সহিংসতার জন্য বেশ কয়েকদিন যাবৎ হাসুয়া,রামদা,চাপাতিসহ দেশীয় অস্ত্র তৈরি করে আসছিল বিশ্বজিৎ।
পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন জানান, স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কর্মী সমর্থকদের উপর হামলার জন্য এমপি সমি সিদ্দিকীর অনুসারী যুবলীগ নেতা ইব্রাহীম খলীল রাজার ভাই ইসমাইল এসব দেশীয় অস্ত্র তৈরি করাচ্ছিল তাদেরকে দিয়ে।
এ বিষয়ে জানতে সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলীল রাজাকে তাঁর ব্যক্তিগত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন উদ্দিন জানান,বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ নিয়ে বিস্তারিত বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
শেখ ইমন/ইবিটাইমস